JAAA event update

আমাদের গল্প গুলো হলুদ পাতায় ঝরে পরে 

আমাদের গল্প গুলো লাল – কমলা রঙে উড়ে 

পাতা ঝরার সময় এলেই মনটা উদাস হয়ে পড়ে, মন চলে যায়  অতীতে, আমাদের প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 

JAAA এর এবারের আয়োজন “ঝরা পাতার কাব্য” ।

বাতাসে বইছে নবান্নের ছোঁয়া… শীতের আগমনী বার্তা মনে করিয়ে দেয় ক্যাম্পাসে হরেক রকম পিঠা খাওয়ার দিনগুলিকেও।  তাইতো এবারের আয়োজনে পিঠা-পুলি একটি অবিচ্ছেদ্দ্য অংশ। সাথে আরো থাকবে একসাথে দুপুরের খাওয়া, গলা ছেড়ে গান গাওয়া, চা, অফুরন্ত আড্ডা, স্মৃতিচারণ, নাচ, ফ্যাশন শো ……. 

রেজিস্ট্রেশন করে ফেলুন চট জলদি। 

পরিবার $১০০ এবং একক $৫০.

PayPal এর মাধ্যমে jalumni.usa@gmail.com

Or 

নিম্নোক্ত Zelle নাম্বারে টাকা পাঠাতে অনুরোধ করা হলো। 

Shamimara Begum ৬৪৬ ৬৮৩ -৭৯৪২

Zubair Hussni Fahad ৯২৯ ২১৯ -৮৫৬৮

প্রশান্ত মল্লিক অয়ন, ৯২৯ ২৫৬-৯৭৯৫  

দেখা হবে সবার সাথে আবারো। 

তারিখ : ১১/২৪/২০২৪ , রবিবার 

সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

ভেন্যু: 217 Bethpage road, hicksville ny 11801

Apna Bazar, 2nd floor

ধন্যবাদান্তে

শামীমআরা বেগম, প্রেসিডেন্ট

তামান্না শবনম পাপড়ি, সেক্রেটারি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *