Notice: 1432 Bangla New Year celebration with respected affiliated universities’ alumni associations to be held on May 03, 2025

ম্যাগাজিনে জন্যে বাণী, লেখা ও ছবি জমা দেবার শেষ সময় এপ্রিল ১০, ২০২৫

Click on rate chart to join meeting

আমেরিকায় বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অফ আমেরিকা’র (JAAA) উদ্যোগে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে সম্মিলিত বৈশাখ ১৪৩২ আগামী ৩ মে, শনিবার উদযাপনের জন্য নির্ধারিত হয়েছে।

এ উপলক্ষে গত ৯ মার্চ, রবিবার, পূর্ব-প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সভায় উপস্থিত থেকে অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিত করেছেন। পাশাপাশি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন বর্ষবরণ অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

সভায় বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠান আয়োজনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ সর্বসম্মতভাবে নির্ধারণ করা হয়—

১. ২০ এপ্রিল, রবিবার: প্রজন্ম আর্ট ওয়ার্ক, কবিতা প্রতিযোগিতা এবং “যেমন খুশি তেমন সাজো” সংযোজন করা হয়েছে।

২. সম্মাননা প্রদান: শিল্প, শিক্ষা ও সাংবাদিকতা খাতে অবদানের জন্য যুগ্ম আহ্বায়কদের উপস্থিতিতে প্রতিবছরের মতো এবারও সম্মাননা প্রদান করা হবে।

৩. অংশগ্রহণকারী এলামনাইদের এসোসিয়েশন অবদান: $৫০০ কান্ট্রিবিউশন নির্ধারিত হয়েছে PayPal এর মাধ্যমে jalumni.usa@gmail.com। সুভেনিরের জন্য বিজ্ঞাপন সংগ্রহে সকলের সহযোগিতা কাম্য।

৪. ভোজ পর্ব: সকল এলামনাই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক (পরিবারসহ) দুপুরের খাবারের পর্বে আমন্ত্রিত (১:৩০ PM – ৩:০০ PM)। 

৫. শোভাযাত্রা: সকল এলামনাইয়ের জন্য শোভাযাত্রা উন্মুক্ত থাকবে, যা বিকেল ৩:৩০ টায় শুরু হবে।

৬. সাংস্কৃতিক পরিবেশনা: সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিটি এলামনাই সংগঠনের জন্য ১৫ মিনিটের স্লট বরাদ্দ থাকবে।

৭. স্বেচ্ছাসেবক: অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে ২ জন করে স্বেচ্ছাসেবক প্রদান করার অনুরোধ করা হয়েছে।

আপ্যায়ন কমিটি (প্রথম পর্ব)

১. আশুতোষ সাহা

২. সুজিত পাল

৩. শমিত  মন্ডল 

৪. সঞ্জিত কুমার ঘোষ 

৫. হারুন রশিদ পাপ্পু 

৬. রুহুল আমিন 

৭. প্রশান্ত মল্লিক অয়ন

আপ্যায়ন কমিটি (দ্বিতীয়  পর্ব)

১.মোহাম্মদ রহমান পলিন

২.সুব্রত পাল 

৩.আশীষ ঘোষ 

৪. মোহাম্মাদ নাসির 

৫. জুবায়ের ফাহাদ

৬. সিব্বির আহমেদ উৎপল

৭. ফয়সাল হায়দার

প্রজন্ম আর্ট কম্পিটিশন সমন্বয় :

আখতার  আহমেদ রাশা 

গাজী সামসুনদ্দিন 

মীর কাদের রাসেল 

সায়ীদ জাবেদুল মুনির 

রিজিয়া ফারহানা খান 

আফ্রদিতি পান্না 

মিফাত  নায়ার 

শারমিন মোস্তফা   

তানজিল মাহমুদ 

শাহরিয়ার কবির 

ইব্রাহিম রাকিব বাবু

আল্পনা তত্ত্বাবধান :

মিফাত ,নাবিলা , রিজিয়া ফারহানা খান 

শামীমারা বেগম , পাপড়ি, আফ্রদিতি পান্না 

 শোভাযাত্রা সমন্বয়:

লিটু আনাম 

প্রশান্ত মল্লিক অয়ন

ইব্রাহিম রাকিব বাবু 

সৈয়দ  এম ডি তায়েব 

দুররে মাকনুন নবনী,

তামান্না শবনম পাপড়ি

শামীমআরা বেগম 

প্রচার ও প্রকাশনা কমিটি

১. খালেদ মনির জোসেফ

২. আকতার আহমেদ রাশা

৩. মোহাম্মদ নাসিরুল্লাহ

৪. লিটু আনাম

৫. সৈয়দ এমডি তাইয়্যেব

সাংস্কৃতিক বিষয়ক কমিটি

১. মারিস্টেলা আহমেদ শ্যামলী

২. শারমিন আক্তার রেক্সোনা

৩. মেঘনা পাল 

৪. দুররে মাকনুন নবনী 

৫. তানজিল মাহমুদ

মঞ্চসজ্জা ও সৌন্দর্য বিষয়ক কমিটি

১. আকতার আহমেদ রাশা

৩. সৈয়দ এমডি তাইয়্যেব

৪. রনি ভৌমিক ( ভিডিও কনটেন্ট ) 

৫. শমিত  মন্ডল  (স্টিল ফটোগ্রাফী) 

৬. আসিফ ফারুক ( স্টিল ফটোগ্রাফী) 

৭. লিটু আনাম (স্টিল ফটোগ্রাফী) 

যোগাযোগ কমিটি

১. একরামুল করিম

২. মিল্টন জাকি  

৩. হাবিব রহমান 

৪. আশিষ কুমার ঘোষ

৫. লিটু আনাম 

৬. তানজিল মাহমুদ

এলামনাই রেজিস্ট্রেশন 

১.আশীষ ঘোষ 

২. প্রশান্ত মল্লিক অয়ন

৩. জুবায়ের ফাহাদ

৪. কানিজ রুমানা

 সার্বিক ব্যবস্থাপনা কমিটি

১. মোহাম্মদ মনিরুজ্জামান

২.  শমিত মণ্ডল 

৩. শামীমআরা বেগম 

 ৪. সুব্রত পাল 

৬. তামান্না শবনম

প্রথম পর্ব  কোঅর্ডিনেটর 😞 আউটডোর  সেটআপ )

১ মুহাম্মদ  নাসির

২. সঞ্জিত কুমার ঘোষ 

২. সাব্বির আহমেদ উৎপল 

৩. হারুন উর রশিদ পাপ্পু

৪. লিটু আনাম 

৫. প্রশান্ত মল্লিক অয়ন

 দ্বিতীয় পর্ব কোঅর্ডিনেটর: ( সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদায় )

মোহাম্মদ নাসিরুল্লাহ 

তানজিল মাহমুদ

রনি ভৌমিক 

সৈয়দ এম ডি তায়েব 

ইব্রাহিম রাকিব বাবু 

ফয়সাল হায়দার 

ধন্যবাদান্তে

শামীমআরা বেগম

সভাপতি

তামান্না শবনম পাপড়ি

সাধারন সম্পাদক

জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *